কুমিল্লায় ছাত্রলীগের পাল্টা ঘোষণায় অন্যত্র কর্মসূচি কোটা সংস্কারপন্থীদের
প্রতিনিধি।।
একই স্থানে কুমিল্লা মহানগর ছাত্রলীগের শান্তি সমাবেশের ঘোষণায় রবিবার (১৪ জুলাই) পূর্ব ঘোষিত স্থান বদল করে কোটা সংস্কারপন্থীরা। তারা কুমিল্লা পুলিশ লাইনস মোড়ে কর্মসূচি পালন করে। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী। এসময় তাদের মাথায় বাংলাদেশের পতাকা, হাতে বিভিন্ন প্লেকার্ড ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার দেখা গেছে। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়–য়ার নিকট স্মারকলিপি জমা দেন।
কোটা সংস্কার আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাকিব হোসেন বলেন, আমাদের কর্মসূচি ছিল পূবালী চত্বরে। কিন্তু সেখানে ছাত্রলীগ অবস্থান করায় আমরা কর্মসূচির স্থান বদলেছি। আমরা কোন সংঘাত চাই না। আমরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছি।