মালিককে খুশি করতে কুমিল্লায় কুয়েতের স্বাধীনতা দিবস পালন 

অফিস প্রতিনিধি।।
কুমিল্লায় ঝাকঝমকপূর্ণভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে কুয়েতের স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। শুক্রবার রাতে জেলার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ আয়োজন করেন ওই গ্রামের কুয়েত প্রবাসী ময়নাল হোসেন। কুয়েতের চাকরি দাতাকে খুশি করতে তিনি এই আয়োজন করেন। দুইতলা বাড়ির পুরো দেয়ালে সেঁটেছেন কুয়েত ও বাংলাদেশের জাতীয় পতাকা। পতাকার মাঝেই টানিয়েছেন বঙ্গবন্ধু-শেখ হাসিনা ও কুয়েতের বর্তমান বাদশা ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহর ছবি সম্বলিত ব্যানার। ইতোমধ্যে সেই ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাড়া ফেলেছে।
প্রবাসী ময়নাল হোসেন বলেন, ২০০১ সালে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পাড়ি জমাই। কুয়েতের দোহা শহরের এক দম্পতির ব্যক্তিগত গাড়ি চালকের চাকরি করি। গত বছরের ৩০ ডিসেম্বর তিনি দেশে আসি। এতোদিন কুয়েত থাকার কারণে তাদের সংস্কৃতির সাথে আমি পুরোদমে মিশে গেছি। এছাড়া তারা আমাদের দেশের স্বাধীনতা দিবস পালন করেন। তাই তাদের কাছে আমাদের দেশের সম্মান বাড়াতে আমি এই উদ্যোগ নেই। এছাড়া আমার মালিক মোহাম্মেদ শাফফী খুবই পছন্দ করেন আমাকে। তিনি আমাকে বলেন, ২৫ ফেব্রুয়ারি কুয়েতের স্বাধীনতা দিবস। এবার আমি নেই তাই তিনি আমাকে মিস করবেন। এরপর আমি কথা দিলাম- দূরে থাকলেও আমি তার এবং কুয়েতের প্রতি ভালোবাসা দেখিয়ে সে দেশের স্বাধীনতা দিবস পালন করবো।
তিনি আরও বলেন, আমি স্বাধীনতা দিবস পালনের ছবি আমার কফিলকে (মালিক) পাঠিয়েছি। তিনি সেগুলো পেয়ে আমাকে কল দিয়েছেন। তিনি খুবই খুশি হয়েছেন আমার এই আয়োজনে।
ইউসুফপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বলেন, প্রবাসী ময়নাল হোসেন  আমাকে আয়োজনের দুদিন আগে জিজ্ঞেস করেন আয়োজনের বিষয়ে। এরপর আমরা তাকে সাহায্য করি। ২৪ ফেব্রুয়ারি সারারাত কুয়েতের গান বাজিয়েছি। এরপর ২৫ ফেব্রুয়ারি সকালে দোয়া  পড়িয়ে বিরিয়ানি বিতরণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ, বর্তমান ছাত্রলীগের সভাপতি সুমন রানা, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আওয়াল হোসেন ও প্রবাসী টুটুল ফয়সাল সুমন প্রমুখ।