মুরাদনগরে পরাজিত মেম্বার প্রার্থী ও সমর্থকের উপর হামলা

আমোদ প্রতিনিধিঃ
কুমিল্লার মুুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের গাংগেরকুট এলাকায় তিনজনকে পিটিয়ে জখম ও তিনটি বাড়িসহ দুটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সদ্য নির্বাচিত মেম্বার মাহবুব ও তার লোকজন। বুধবার এই অভিযোগ করেন সাবেক মেম্বার ফাতু মিয়া।
সূত্রে জানা যায়, ষষ্ঠধাপে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করেন ফাতু মিয়া ও মাহবুব। নির্বাচনে মাহবুব জয়লাভ করেন। নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে ভোট না দেওয়ার অপরাধে মঙ্গলবার পলাশ, লালন ও নাহিদেকে পিটিয়ে আহত করেন মাহবুব ও তার লোকজন।

আন্দিকুট ২নং ওযার্ড জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল বাশার বলেন, আমি ফাতু মেম্বারকে ভোট দেওয়ার অপরাধে মাহবুব ও তার সমর্থিত কুমিল্লা জেলা আওয়ামীলীগ নেতা আবু নেছারের নেতৃত্বে একদল সন্ত্রাস আমার ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে টাকা পয়সা ও স্বর্ণ অলংকার লুটে নেয়। এসময় আমার স্ত্রী তাদের ভয়ে বাথরুমে লুকিয়ে গেলে সন্ত্রাসীরা বাথরুমের দরজা কুপিয়ে তাকে চুল ধরে টেনে বের করে লাঞ্ছিত করেন।

এবিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনার পর পুলিশ এলাকা পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থরা মামলা দিলে আইনগত ব্যবস্থ্য গ্রহণ করা হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক । এলাকায় যেন কোন সংঘাত না হয় সেজন্য পুলিশ মোতায়ন রয়েছে।