মোটর সাইকেল-অটোরিকশার সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লার নাঙ্গলকোটে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নাঙ্গলকোট-মক্রবপুর সড়কের মক্রবপুর শীল বাড়ি নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মারুফ বিন মাহবুব রাফি (১৭) কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। সে উপজেলার তুলাগাঁওয়ের মাছ ব্যবসায়ী শাহজাহান সাজুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাফি মোটর সাইকেল চালিয়ে মক্রবপুর থেকে নাঙ্গলকোট বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কিশোর রাফি দুই ভাই ও এক বোনের মধ্যে মেজো। রাফির মৃত্যুতে শোক প্রকাশ করেন কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু.শফিকুল আলম হেলাল।

নাঙ্গলকোট থানার ওসি আ স ম আবদুন নূর জানান, লাশ উদ্ধার করে স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। নিহতের পরিবার মামলা করতে আগ্রহী নয়। সিএনজি অটোরিকশাটি আটক করা সম্ভব হয়নি।