যুক্তরাষ্ট্রে হারিকেন ইয়ানের আঘাতে নিহত ৪৫

আমোদ ডেস্ক।।

যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেন ইয়ানের আঘাতে  নিহত ৪৫ জন।  শনিবার (১ অক্টোবর) সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেলে ঘণ্টায় ১৫০ মাইল গতিতে উপকূলে আঘাত হানে ঝড়টি।  পরদিন ঝড়টি দক্ষিণ দিকে সরে যেতে থাকে এবং ফ্লোরিয়ার পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নর্থ ও সাউথ ক্যারোলাইনায় গিয়ে শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এটাই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে ধারণা করা হচ্ছে।

 

যুক্তরাষ্ট্রের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ফ্লোরিডা শাখা জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে যে ৪৫ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১৬ জনই ফ্লোরিডার।

 

এদিকে মেয়র জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৪৫ এর চেয়ে অনেক বেশি হতে পারে।