লাকসামে বাস – অটোরিকশার সংঘর্ষে জামাতা- শাশুড়ির মৃত্যু
আরো পড়ুন:
আমোদ প্রতিনিধি।।
কুমিল্লার লাকসামে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জামাতা ও শাশুড়ির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার কালিয়াচৌ এলাকায় এ দুঘর্টনা ঘটে৷ এতে আরও ৩ জন আহত হয়েছেন। তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক জসিম উদ্দীন।
তিনি জানান, রাস্তার কাজ চলমান থাকায় এক পাশ দিয়েই গাড়ি চলছিল। কুমিল্লামুখী বিআরটিসি বাসের সাথে নোয়াখালীমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে বাহার উদ্দীন(৫৫) নামের এক ব্যক্তি ও একজন বৃদ্ধার মৃত্যু হয়। প্রাথমিকভাবে তারা জামাতা শাশুড়ি বলে জানা গেছে। তবে বৃদ্ধার নাম এখনও জানা যায়নি। নিহতদের মরদেহ থানায় রয়েছে।
স্থানীয় চন্দনা গ্রামের বাসিন্দা মাহাবুবুল আলম খসরু বলেন, ঘটনাস্থলে গিয়ে শুনেছি নিহতদের বাড়ি লালমাই উপজেলার ভুশ্চিতে। তারা মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া যাচ্ছিলেন। সেখানে তারা এক মৃত স্বজনকে দেখতে যাচ্ছিলেন।