লাকসামে ‘স্বপ্ন সুপারশপ’ উদ্বোধন
আরো পড়ুন:
‘কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার’ এ স্লোগানকে সামনে রেখে নিত্যপণ্যের বিপুল সমাহার নিয়ে দক্ষিণ কুমিল্লার বাণিজ্যিক শহর খ্যাত কুমিল্লার লাকসামে ‘স্বপ্ন সুপারশপ’ এর অত্যাধুনিক আউটলেট উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস চৌরাস্তা মোড় সংলগ্ন এ.জি টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে আনুষ্ঠানিক ভাবে মিলাদ-মাহফিল ও ফিতা কেটে এ আউটলেট উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন মৌকারা দরবার শরীফের পীর মাওলানা নেছার উদ্দিন ওয়ালীউল্লাহ।
‘স্বপ্ন সুপারশপ’ লাকসাম আউটলেটের উদ্যোক্তা আবু ইউসুফ ভূঁইয়া ও মোঃ দলিলুর রহমান মানিকের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, রিজিওনাল হেড মাহবুবুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার রিয়াজ উদ্দিন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, লাকসাম উপজেলা যুবলীগের সদস্য মনির হোসেন, মাসুদ পারভেজ রনি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, ২০০৮ সালে এসিআই লজিস্টিক লি: বাংলাদেশে এই সুপার শপের কার্যক্রম শুরু করে। শুরুতে একটি মাত্রা শাখা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এই সুপার শপটির দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে বিস্তৃত। এই সুপারশপ থেকে একসাথে ২,০০০ টাকার পণ্য কিনে একটি নির্দিষ্ট ফরম পূরণ করে জমা দিলে ক্রেতাকে একটি মেম্বারশীপ কার্ড প্রদান করা হয়। পরবর্তীতে প্রতি ১০০ টাকার কেনাকাটায় ক্রেতার এই মেম্বারশীপ কার্ডে ১ পয়েন্ট করে জমা হয়। প্রতি ১০০ পয়েন্ট এর জন্য কেনাকাটায় ৭৫ টাকা ছাড় দেওয়া হয়। এছাড়া কর্পোরেট মেম্বারদের ক্ষেত্রে প্রতি ১০০ টাকার কেনাকাটা করলে ১ পয়েন্ট করে তার মেম্বারশীপ কার্ডে জমা হয়। তাদের ক্ষেত্রে প্রতি ১০০ পয়েন্টে ১০০ টাকা ছাড় দেওয়া হয়। মেম্বারশীপ কার্ডের পয়েন্ট এর নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। ক্রেতা যেকোনো সময় এই পয়েন্ট এর সুবিধা গ্রহণ করতে পারেন। -(বিজ্ঞপ্তি)