শরতের রূপ— রেজাউল করিম রোমেল

 

বর্ষা শেষে শরতের আগমন,
ভাদ্র-আশ্বিন জুড়ে বিচরন এদেশে।
স্বতন্ত্র বৈশিষ্টের এ ঋতু।
শিশির ধোয়া উজ্জ্বল শারদীয় প্রভাতে ফোটে নানা রকম ফুল,
জুঁই টগর মালতীর শুভ্র সৌন্দর্যে বনভূমি হয়ে ওঠে সুশোভিত।
ধানের শীষগুলো দুলতে থাকে বাতাসে।
বর্ষার উদ্দমতা হারিয়ে নদ-নদী গুলোর রূপ শান্ত স্নিগ্ধ।
হৈমন্তী ধানের বীজ বোনে, রোপন করে চারা,
বুকে বাঁধে সম্ভাবনার স্বপ্ন, কৃষকের মনে আনন্দ।
ঋতুরাজ বসন্ত শারদ প্রভাতের মনোমুগ্ধকর
অপরূপ শোভার কাছে হার মানে।
কচি ধানের ডগায় শিশির বিন্দু, কাননে ফুলের সৌন্দর্য,
দোয়েলের গান, শারদীয় প্রভাতে ঝরা শেফালীর সুবাস।
কখনো রোদ কখনো বৃষ্টি, কখনো মেঘ কখনো রদ্দুর।
এ যেন শরতের চির চেনা রূপ।
শরীরে শিহরণ জাগায় শরতের বাতাস।
দূর-দূরন্ত থেকে অতিথি পাখির আগমন ঘটে এ সময়।
বিচিত্র সৌন্দর্য মনকে দোলা দেয়।
শিউলি ফুলের সৌরভে ভরে ওঠে মন।
শরতের পরিপূর্ণ রূপ প্রকৃতির সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বহুগুন।