সংবাদপত্র এজেন্ট আলমগীর হোসেনের পিতার মৃত্যু

 

আমোদ প্রতিনিধি।।
কুমিল্লার সংবাদপত্র এজেন্ট আলমগীর হোসেনের পিতা মো. আবদুল মালেক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শুক্রবার বিকালে তিনি কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর পূর্ব পাড়া নিজ বাড়িতে মারা যান। রাত ৯টায় বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন স্থানীয় নুরে মদিনা জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরী। নামাজের জানাযায় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে কুমিল্লার সাংবাদিক,সংবাদপত্র এজেন্ট ও বিলিকারীরা শোক প্রকাশ করেছেন।