সংসদে বসে পর্নো ছবি দেখার বিষয়টি স্বীকার করেছেন এমপি

আমোদ ডেস্ক।।

সংসদের বাজেট অধিবেশন চলাকালীন মুঠোফোনে পর্নো ছবি দেখতে গিয়ে ধরা খেয়েছেন থাইল্যান্ডের এক এমপি। ডেইলি মেইলের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

 

থাই ওই আইনপ্রণেতার নাম রোনাত্থেপ আনুওয়াত। বাজেট উপস্থাপনের সময় বাজেট বক্তৃতায় মনযোগ না দিয়ে তিনি মুঠফোন স্ক্রল করে যখন পর্নো ছবি দেখছিলেন তখন তা নজরে পড়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের। পরে তা সবাই জেনে যায়।

প্রতিবেদনে বলা হয়, থাই ওই রাজনীতিবিদ অধিবেশন চলাকালীন আনুমানিক দশ মিনিট পর্নো ছবি দেখেছিলেন। ব্যাংককে অবস্থিত সংসদ ভবনের মিডিয়া গ্যালারিতে থাকা সংবাদিকদের ক্যামেরায় ঘটনার পুরো দৃশ্য ধারণ করা হয়। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কিছু কিছু ছবিতে দেখা যাচ্ছে, মুঠোফোনে পর্নোছবি দেখার সুবিধার্থে থাই ওই এমপি মুখে থাকা মাস্কও খুলে ফেলেন এক সময়। পরে সাংবাদিকরা এ নিয়ে জিজ্ঞেস করে তাদের কাছে প্রমাণ আছে জানালে, পর্নোছবি দেখার বিষয়টি স্বীকার করেন তিনি। ওই এমপি দেশটির চোনবুরি প্রদেশ থেকে পালাং প্রচারথ পার্টি থেকে নির্বাচিত।