সদর দক্ষিণে পরিত্যক্ত ঘরে অজ্ঞাত ব্যক্তির লাশ

 

সদর দক্ষিণ প্রতিনিধি ।।

কুমিল্লার সদর দক্ষিণে একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, উদ্ধারের একদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার ধনাইতরী (জামতলা) এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, ধনাইতরী এলাকার একটি পরিত্যক্ত ঘরে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে একদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।