‘সরকারি তথ্যের পাশাপাশি নাগরিক তথ্যও সংরক্ষণ প্রয়োজন’

কুমিল্লায় ২দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন 

 প্রতিবেদক।।
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেছেন,  দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সরকারি তথ্যের পাশাপাশি নাগরিকদের তথ্যও সংরক্ষণ করা প্রয়োজন। এতে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি পাবে। সুশাসন নিশ্চিত হবে। দেশকে এগিয়ে নিতে উন্নয়নমুখী তথ্য প্রতিটি সরকারি-বেসরকারি অফিসে উন্মুক্ত স্থানে লিপিবদ্ধ হিসেবে সংরক্ষণ করতে হবে। অবাধ তথ্য নিশ্চিতে তথ্য মেলার গুরুত্ব আছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি আয়োজিত কুমিল্লায় ২দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়াকালে তিনি এসব কথা বলেন। তিনি বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। সোমবার কুমিল্লা টাউন হল মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। তিনি বলেন, তথ্য জানার আইনগত অধিকার রয়েছে জনগণের।
স্বাগত বক্তব্য রাখেন সনাক, কুমিল্লার সভাপতি অধ্যক্ষ নিখিল রায়। ধন্যবাদ জানান ২ দিন ব্যাপী তথ্য মেলার আহবায়ক রোকেয়া বেগম শেফালী। উদ্বোধনী পর্বের পর মেলায় স্থাপিত ৩৩টি স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও  সনাকের প্রতিনিধিরা।
তথ্যই শক্তি/ জানবো/ জানাবো/দুর্নীতি রুখবো- এ প্রতিপাদ্যকে ধারণ করে সকালে মেলা প্রাঙ্গণে উন্মুক্ত কুইজ,দুর্নীতি বিরোধী প্রীতি বিতর্ক ও তারুণ্যের সংলাপ ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা তথ্য অফিস, সনাক,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বিএসটিআই,মৎস্য বিভাগ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়,আঞ্চলিক পাসপোর্ট অফিস, কৃষি বিভাগসহ সরকারি- বেসরকারি সকল স্টলের মধ্যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস স্টলের সামনে সেবা গ্রহিতা ও দর্শনার্থীদের প্রচুর ভিড় পরিলক্ষিত হয়। এ অফিসের সহকারী পরিচালক রাইনুল ইসলাম জানান, গতবছর কুমিল্লা থেকে ৯২ হাজার ১০০ জন বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসী হিসেবে বিভিন্ন কাজে যোগদান করেছেন।
বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ জানান, খাদ্যে যাতে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার না করা হয় সে জন্য এ অফিসের কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এ অফিসে সহকারী ক্যামিস্ট পদে দেবী দাশ, পরিদর্শক মেট্রোলজি পদে মোঃ হাফিজুর রহমান ও পরীক্ষক( রসায়ন)  পদে মুহিদুল ইসলাম কর্মরত আছেন। স্টলে তারা দর্শক-শ্রোতাদের বিষমুক্ত খাবার গ্রহণের পরামর্শ দেন। মেলায় ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের স্টলটি অনেকের দৃষ্টি আকর্ষণ করে। এ ছাড়াও সনাকের আয়োজনে দুর্নীতি বিরোধী কার্টুন দর্শকদের নজরে আসে। মেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মধুসূদন সরকারকে ‘ পাসপোর্ট নাগরিক অধিকার/ সার্বিক সেবাই অঙ্গিকার ‘ এ প্রতিপাদ্যকে ধারণ করা নান্দনিক হ্যান্ডনোট বিলি করতে দেখা যায়।
inside post
আরো পড়ুন