সাংবাদিক মানিকের বড় বোনের ইন্তেকাল

 

অফিস রিপোর্টার।।
সাংবাদিক খায়রুল আহসান মানিকের বড় বোন লুৎফুন্নেছা ইন্তেকাল করেছেন। শনিবার সকালে নগরীর চর্থা এলাকার বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪বছর। তিনি দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। তার স্বামী প্রয়াত অ্যাডভোকেট সুলতান আহমেদ। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দৈয়ারা গ্রামে। শনিবার বাদ আছর কুমিল্লা টমছম ব্রিজ কবরস্থান মাঠে জানাযা শেষে তাকে ওই কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক খায়রুল আহসান মানিক জানান, তার বোনের এক ছেলে তিন মেয়ে। তারা সবাই প্রতিষ্ঠিত। তিনি তার বোনের আত্মার মাগফেরাত কামনায় সবার দোয়া চেয়েছেন। সোমবার বিকালে নগরীর চর্থা এলাকায় তার বোনের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে।