সোনার বাংলা কলেজ টানা দশবছর শতভাগ পাশ

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লার বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজ। এটির শিক্ষার্থীরা এইচএসসিতে টানা দশবছর শতভাগ পাশ করেছে। এবার ৪১৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ ফাইভ ২৪৪ জন।

সূত্রমতে,বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ১৪৪ জন, জিপিএ ফাইভ পেয়েছে ১৪৩ জন। মানবিক বিভাগে পরীক্ষার্থী ১৩৪ জন, জিপিএ ফাইভ পেয়েছে ৬৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ১৩৯ জন, জিপিএ ফাইভ পেয়েছে ৩৫ জন।

কলেজ অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ বলেন,কলেজ গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্খীদের সহযোগিতায় এই ফলাফল অর্জিত হয়েছে। সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।