স্বামীর মৃত্যুর খবরে স্ত্রীও চলে গেলেন

 

কুমিল্লার লাকসামে চোখের সামনে স্বামীর মৃত্যু দেখে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীপুর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। ওই দম্পতির মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সোমবার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে পাশাপাশি দাফন করা হয়। মৃত ব্যক্তিরা হলেন, ওই গ্রামের মৃত অ্যাডভোকেট নোয়াব আলী মোক্তারের বড় ছেলে মোঃ শাহাজাহান (৬৫) ও তার স্ত্রী কোহিনুর বেগম (৪৫)।
প্রতিবেশী আঃ ছাত্তার জানান,রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহাজাহান হৃদরোগে আক্রান্ত হলে স্ত্রী কোহিনুর বেগম তাকে সেবা দেন। কিছুক্ষণ পর তার দেহ নিথর হয়ে পড়লে কোহিনুর চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।