১৬৬তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সে কাব অভিযান
আরো পড়ুন:
বাংলাদেশ স্কাউটস – কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপনায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষন কেন্দ্র লালমাই এ বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতরের পরিচালনায় ১৬৬তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সের কাব অভিযান লালমাই লেকল্যান্ডে অনুষ্ঠিত হয়।
কোর্স লিডার ও বাংলাদেশ স্কাউট এর লিডার ট্রেইনার স্কাউটার মো. মিজানুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের প্রকাশনা কমিটি সদস্য ও কুমিল্লা আইডিয়াল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
এসময় উপস্থিত ছিলেন কোর্সের প্রশিক্ষক বাংলাদেশ স্কাউট এর লিডার ট্রেইনার ও আলীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটার মো. আক্তারুজ্জামান, সহাকারী লিডার ট্রেইনার স্কাউটার মো. আবদুল ওয়াহাব, স্কাউটার রুমা বড়ুয়া, স্কাউটার ফেরদৌসী লাকি,স্কাউটার মো. আমির হোসেন, স্কাউটার মো. জামাল হোসনে আখন্দ, স্কাউটার তাছলিমা আক্তার, স্কাউটার মোহাম্মদ আজাহারুল করিম,সিএেলটি সম্পূর্ণকারী স্কাউটার আবুল খায়ের।
কোর্সে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, কুমিল্লা অঞ্চলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকহ ৪২ প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।