অগ্নিদগ্ধ চৌদ্দগ্রামের যমজ দুই বোন কাতরাচ্ছেন সিসিইউতে

প্রতিনিধি।।

উত্তরা মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্তে অগ্নিদগ্ধ হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের যমজ দুই বোন। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সারিনা জাহান ২০% ও সাইবাহ জাহান ৮% দগ্ধ হয়েছেন। ন্যাশনাল বার্ণ ইন্সটিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন দুই বোন উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা উত্তরার ব্যবসায়ী ইয়াসিন মজুমদারের সন্তান।
ওই শিক্ষার্থীদের বাবা ইয়াছিন মজুমদার টেলিফোনে জানান, যমজ দুই মেয়ে সারিনাহ জাহান ও সাইবাহ জাহান (১০) মাইলস্টোন স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্রী। বিমান বিধ্বস্তের সময় তারা বিদ্যালয়ের বারান্দায় ছিল।
উদ্ধারকর্মীরা অন্যদের সাথে আমার মেয়েদেরকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে স্ত্রীকে নিয়ে মাইলস্টোন স্কুলে গিয়ে দুই মেয়েকে খোঁজ করি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যাশনাল বার্ন ইন্সটিটিউটে খোঁজ পাই। বর্তমানে তারা বার্ন ইন্সটিটিউটের সিসিইউতে ভর্তি রয়েছে। চিকিৎসকরা এখন তাদেরকে আশঙ্কামুক্ত বলেছেন। মেয়েদের মধ্যে ভয় ও আতঙ্ক কাজ করছে। তারা ক্ষণে ক্ষণে চিৎকার দিয়ে উঠে।
দুই মেয়ের এমন অবস্থায় কান্নাকাটি করছেন মা আকলিমা আক্তার। সন্তানের সুস্থ্যতা কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তিনি।