চৌদ্দগ্রাম বিএনপির ইউনিয়ন সম্মেলনের প্রস্তুতি সভা

প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র ইউনিয়ন সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি’র আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ কামরুল হুদা।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তুর সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইন্জিনিয়ার শাহ আলম রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ.ন. ম সলিমুল্লাহ টিপু, সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, মো: গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা কৃষকদলের সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মো: শাহ আলম, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো: নুরুন্নবী পাটোয়ারী, রিয়াজ উদ্দিন মেম্বার।
এসময় আরোও উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহ্বায়ক জিএম তাহের পলাশী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনু অর রশিদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য শাহীন রেজা, মো: জিয়াউর রহমান জেবু, ডা: মো: মাঈন উদ্দিন মিয়াজী, খোন্দকার আল-আমিন খোকন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, চৌদ্দগ্রাম পৌর যুবদলের আহ্বায়ক মো: হাসান, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক খোরশেদ আলম, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম শামীম প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য জাকারিয়া চৌধুরী যুবরাজ, শ্রীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন মিঠু, ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম, কনকাপৈত ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: ইয়াছিন মোল্লা, বাতিসা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, চিওড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ।
অনুষ্ঠানে শ্রীপুর, ঘোলপাশা, কনকাপৈত, বাতিসা, জগন্নাথ ও চিওড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি।