অজু করে তারেক রহমানের নাম উচ্চারণ বক্তব্যে দুঃখ প্রকাশ বুলুর

 

inside post

প্রতিনিধি ।।

কুমিল্লা মহানগর বিএনপি’র সম্মেলনে ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন’ কথাটি মনের অজান্তে বলে ফেলেছেন দাবি করে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিএনপির অফিসিয়াল প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিবৃতি প্রকাশ করেন বুলু।

বিবৃতিতে তিনি বলেন, কুমিল্লা মহানগর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমার বক্তব্যের একটি জায়গায় ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’ এই কথাটি মনের অজান্তে বলে ফেলি। আমার বক্তব্যে এই বাক্যটি উচ্চারণ করা মোটেও শোভন হয়নি। আকস্মিকভাবে উচ্চারিত এ ধরণের বক্তব্যের জন্য দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মনে আঘাত হেনেছে। আমার এই বক্তব্যের সাথে দলের নেতাকর্মীদের কোন সম্পর্ক নেই। অজ্ঞানতাবশত: উল্লিখিত বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে উদ্বোধক বক্তা হিসেবে বক্তব্যকালে বরকত উল্লাহ বুলু বলেন, গত দুই-তিন দিন ধরে কয়েকজন অর্বাচীন কিছু কথাবার্তা বলেছেন। তারা বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি নেতা হন, তাহলে তার ছেলেও নেতা হবেন নাকি? আমি সুস্পষ্ট ভাষায় তাদের বলতে চাই, তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করে নেবেন। কারণ দেশের বৃহত্তর রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই হলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমান। কাজেই আপনাদের মতো নাবালক উপদেষ্টা, নাবালক নেতারা এভাবে কথাবার্তা বলবেন না। দেশ ও জনগণকে বিভক্ত করবেন না।

বরকত উল্লাহ বুলুর এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বক্তব্যের কারণে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। সংবাদ প্রকাশ হয় গণমাধ্যমে।

আরো পড়ুন