অটোরিকশা খাদে,মুখ কাদায় ধেবে চালকের মৃত্যু

প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচংয়ে রসুন বোঝাই একটি ব্যাটারি চালিত অটো রিকশা খাদে পড়ে চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) বুড়িচং উপজেলা সদরের নোয়াপড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক মোঃ আল আমিন (২৭)পাশের ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের রোমান মিয়ার ছেলে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।
স্থানীয়রা জানান, অতিরিক্ত মালামাল থাকার কারণে একটি ব্রিজে ওঠার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশাটির নিচে চাপা পড়ে যান চালক। অতিরিক্ত মালামাল থাকায় তাকে উদ্ধার করতে সময় লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা বড়িচং বাজার সংলগ্ন নোয়াপাড়া এলাকায় খাদে পড়ে যায়। চালক আলামিন অটোরিকশাটির নিচে চাপা পড়েন। তার মাথা কাদায় ধেবে যায়। স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে বুড়িচং হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

inside post
আরো পড়ুন