অনন্তকাল তোমায় খুঁজবে — মাসুদা তোফা

অনন্তকাল তোমায় খুঁজবে 
বাঙালি , খুঁজবে বাংলাদেশ। 
স্বপ্নের সোনার বাংলা গড়তে 
তোমায় খুঁজবে 
অসমাপ্ত আত্মজীবনীতে,
কারাগারের রোজনামচায়, নয়া চীন
ভ্রমণে, আগরতলা ষড়যন্ত্র মামলায়,
স্মৃতিকথায়।
তোমায় খুঁজবে
টুঙ্গিপাড়ায়, পদ্মা মেঘনা মধুমতীর তীরে,
ধানমন্ডির বত্রিশ নম্বরে, সংসদ ভবনে, স্মৃতিসৌধে,
শহিদ মিনারে, রাজপথে, অলিতে গলিতে ।
তোমায় খুঁজবে 
সোহরাওয়ার্দী উদ্যানে, গড়ের মাঠে, 
ইসলামিয়া কলেজে কিংবা বেকার হোস্টেলে।
তোমায় খুঁজবে 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তন্নতন্ন করে। 
তোমায় খুঁজবে 
জাতিসংঘের বাংলা ভাষণে 
হিথরো বিমানবন্দরে, ১০ জানুয়ারিতে।
তোমায় খুঁজবে 
সাত মার্চের ভাষণে, বিজয়ের উল্লাসে,  
স্বাধীনতার ঘোষণায়, বাংলাদেশ নামে  । 
অনন্তকাল বঙ্গবন্ধুকে, বিশ্ববন্ধুকে
খুঁজবে বাঙালি, খুঁজবে বাংলাদেশ, 
খুঁজবে বিশ্ব।