অস্ত্র আইনসহ শাহেদের বিরুদ্ধে ৫৬ মামলা

আমোদ ডেস্ক।।

সাতক্ষীরার দেবহাটা থানায় ঢাকার রিজেন্ট হাসপাতালের মালিক মো. শাহেদ ওরফে শাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে মামলাটি রেকর্ড করা হয় বলে জানিয়েছেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা। মামলা নম্বর ৫, তারিখ ১৫.০৭.২০।

ওসি বিপ্লব কুমার সাহা জানান, র‌্যাব এর পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় শাহেদকে মূল আসামি এবং একজনকে পলাতক ও অন্যজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

প্রতারণাসহ নানা অপকর্মের ঘটনায় ইতোপূর্বে প্রতারক শাহেদের বিরুদ্ধে ৫৬টির মতো মামলার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। যার মধ্যে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদ।

সর্বশেষ করোনা ভাইরাসের ভুয়া টেস্ট ও জাল সনদ প্রদানের ঘটনায় র‌্যাবের অভিযানে রিজেন্ট হাসপাতালের দুটি শাখা সিলগালা করে পুলিশের এই এলিট ফোর্সটি। এরপর মামলা হলে পালিয়ে বেড়াচ্ছিল শাহেদ। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার ভোরে ছদ্মবেশে ভারতে পালানোর চেষ্টার সময় র‌্যাবের হাতে ধরা পড়েন রিজেন্টের চেয়ারম্যান।