অ্যাম্বুলেন্সে রোগী নয় গাঁজা ফেন্সিডিল!

কুমিল্লায় অ্যাম্বুলেন্সে মাদক পরিবহনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার জেলার বুড়িচং থানার শংকুচাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ভিতর রাখা ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- জেলার বি-পাড়া থানার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ কাউছার(২৫), খাগড়াছড়ির রামগড় থানার রামগড় জগনাথপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. রাসেল(২২) এবং গাইবান্ধার সাদুল্লাপুর থানার জামালপুর গ্রামের মোঃ তাহাদুল ইসলামের ছেলে মো. নাজমুল হুদা লিয়ন(২৬)।
র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য জানান। তিনি জানান, অভিযানে রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত অ্যাম্বুলেন্সে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।