আইনজীবী সমিতির নির্বাচন; ১১ পদে আওয়ামী লীগ ৪ পদে বিএনপি সমর্থিত বিজয়ী

 

inside post

অফিস রিপোর্টার।।

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২২-২০২৩) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) ১১ টি পদে বিজয়ী হয়েছেন।

অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) বাকি ৪টি পদে বিজয়ী হয়েছেন। নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক এডভোকেট সহিদ উল্লাহ শুক্রবার এই ফল ঘোষণা করেন। ২০২২-২০২৩ সালের কার্যকরী কমিটির নির্বাচনে ১ হাজার ১৫৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ১শত ৭ জন ভোট দেন। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহণ করা হয়।

সভাপতি পদে বিজয়ী হয়েছেন সাদা প্যানেলের আহসান উল্লাহ খন্দকার (৬২১ ভোট), সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন সাদা প্যানেলের মোঃ আব্দুল মান্নান মজুমদার (৫৬২ ভোট) ও নুরুল ইসলাম (৬৫৩ ভোট)।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাদা প্যানেলের আবু তাহের (৫৩২ ভোট), সহ সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাদা প্যানেলের শাহজাহান সিরাজ (৫৮১ ভোট), কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন সাদা প্যানেলের মোঃ আমির হোসেন খান (৬৩৬ ভোট), লাইব্রেরি সম্পাদক পদে নীল প্যানেলের লোকমান আহমেদ (৫৭৭ ভোট), এনরোলমেন্ট সম্পাদক পদে নীল প্যানেলের আব্দুস সবুর(৬২৯ ভোট), আই টি সম্পাদক পদে সাদা প্যানেলের এএমএম মইন (৬৫১ ভোট), রিক্রিয়েশন সম্পাদক পদে সাদা প্যানেলের শাহাবুদ্দিন (৭২৫ ভোট) এবং সদস্য পদে সাদা প্যানেলের আব্দুল হান্নান (লিটন) (৬২৫ ভোট), সাদা প্যানেলের মোঃ ওমর খালিদ (৬১৬ ভোট), সাদা প্যানেলের ফাহমিদা রহমান (সুপ্তি) (৫৮৭ ভোট), নীল প্যানেলের ফাহিমা আক্তার (৫৫৬ ভোট) ও নীল প্যানেলের মো: নুরুল ইসলাম (৫২০ ভোট)।

আরো পড়ুন