আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মেঘনার ইউপি চেয়ারম্যানকে শোকজ

প্রতিনিধি।।
নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগে কুমিল্লা মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনকে শোকজ করা হয়েছে। শোকজ করেন কুমিল্লা নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ তাওহীদা আক্তার।
নোটিশে উল্লেখ করা হয়- সহকারী রিটার্নিং অফিসার ও মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো ভিডিও ফুটেজ থেকে জানা যায়- হোমনা উপজেলার পাথালিয়াকান্দি গ্রামের সংসদ সদস্য পদপ্রার্থী সেলিমা আহামাদ মেরীর বাস ভবনের উঠানে একটি সভায়- ‘মেঘনা উপজেলার ৮০% ভোট কাস্ট করে সংসদ পদপ্রার্থী সেলিমা আহামাদ মেরীকে বিজয়ী করবেন’ মর্মে উল্লেখ করে বক্তব্য দিয়ে তিনি নির্বাচনি প্রচারণা করেন।
ভিডিও ফুটেজটি সত্য হলে তা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘন। এই অভিযোগের জবাবের স্বপক্ষে স্বাক্ষ্য-প্রমাণসহ আগামী ১৯ ডিসেম্বর মঙ্গলবার কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।

inside post
আরো পড়ুন