কুমিল্লার ১১টি আসনে প্রার্থী যারা

অফিস রিপোর্টার।।
১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের পর মাঠে রয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে নৌকা প্রতীকের ইঞ্জিনিয়ার আবদুস সবুর, জাতীয় পার্টির মোহাম্মদ আমীর হোসেন (সাবেক এমপি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. জসীম উদ্দীন ভূঁইয়া, তরিকত ফেডারেশনের মো. জাকির হোসেন, তৃণমূল বিএনপির সুলতান জিসান উদ্দিন।
কুমিল্লা-২ (মেঘনা-হোমনা) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি সেলিমা আহমাদ মেরী, আওয়ামী লীগ স্বতন্ত্র শফিকুল আলম, আওয়ামী লীগের স্বতন্ত্র আবদুল মজিদ, ইসলামী ফ্রন্টের আবদুস সালাম, ইসলামী ঐক্যজোটের আলতাফ হোসেন, তৃণমূল বিএনপির মো. মাইন উদ্দিন।


কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন, জাকের পার্টির বেনজির আলম অনন, কৃষক শ্রমিক জনতা লীগের বশির আহম্মদ, তরিকত ফেডারেশনের মনিরুজ্জামান, জাতীয় পার্টির আলমগীর হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. বাছির মিয়া, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. সাজ্জাদুল হোসাইন।
কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুল, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ শফিউল বাদশাহ, তরিকত ফেডারেশনের আজহারুল করীম মুন্সী, গণফ্রন্টের আলা উদ্দিন, ন্যাশনাল পিপল্স পার্টির ইকরাম হোসেন, বাংলাদেশ কল্যাণ পার্টির নাসির আল মামুন, তৃণমূল বিএনপির মাহবুবুল আলম, ইসলামী ঐক্যজোটের রফিকুল্লাহ সাদী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট শাহোরা বেগম, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের শিমুল হোসেন।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আবুল হাশেম, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আবু জাহের, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর খান চৌধুরী, যুবলীগ নেতা স্বতন্ত্র এহেতেসামুল হাসান ভূঁইয়া, বাংলাদেশ সুপ্রিম পার্টির মুহাম্মদ খাজা বাকী বিল্লাহ, জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম ও বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্র্থী শওকত মাহমুদ।
কুমিল্লা-৬ সদর আসনের আওয়ামী লীগের বর্তমান এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা (সংরক্ষিত নারী এমপি), জাতীয় পার্টির এয়ার আহমেদ সেলিম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আবদুল মজিদ, জাকের পার্টির মো. আবুল হোসেন মজুমদার।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামীলীগের বর্তমান এমপি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, কৃষক শ্রমিক জনতা লীগের তোফায়েল হোসাইন, গণফ্রন্টের এমদাদুল হক, জাতীয় পার্টির লুৎফুর রেজা খোকন, সুপ্রিম পার্টির মো. সহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের সালাম মিয়া।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন, জাতীয় পার্টির এইচ এম ইরফান, জাতীয় পার্টি সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী নূরুল ইসলাম মিলন, সুপ্রিম পার্টির মুজাম্মেল হক বশির, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. আহসান উল্লাহ, গণফ্রন্টের মো. দুলাল মিয়া, ইসলামী ঐক্যজোটের মফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাসউদুল আলম, জাকের পার্টির শরীফুল ইসলাম।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মো. তাজুল ইসলাম (এলজিআরডি মন্ত্রী), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আবু বকর সিদ্দিক, জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল, কৃষক শ্রমিক জনতা লীগের মো. জমির উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. মোয়াজ্জেম হোসেন।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ-লালমাই) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি আ হ ম মোস্তফা কামাল (অর্থমন্ত্রী), জাতীয় পার্টির জোনাকী হুমায়ুন, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ কামরুজ্জামান।
কুমিল্লা -১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মো. মুজিবুল হক, আওয়ামী লীগের স্বতন্ত্র মো. মিজানুর রহমান, ইসলামী ঐক্য জোটের মো. খোরশেদ আলম, জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল।