কুমিল্লায় এমপি নজরুলসহ ৯জনের মনোনয়নপত্র প্রত্যাহার
প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১ টি আসনে রবিবার ৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- কুমিল্লা-০৮ বরুড়া আসনের আওয়ামী লীগের এমপি স্বতন্ত্র প্রার্থী নাসিমুল আলম চৌধুরী নজরুল। অন্যরা হলেন, জাকের পার্টির মনোনীত ৫জন প্রার্থী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ২জন ও কৃষক শ্রমিক জনতা লীগের একজন। কুমিল্লা জেলা প্রশাসক ও রিাটর্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র জানিয়েছে, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে জাকের পার্টি থেকে প্রত্যাহার করেছেন এটিএম ওবায়দুল হক, কুমিল্লা-২ (মেঘনা-হোমনা) আসনে জাকের পার্টি থেকে প্রত্যাহার করেছেন আবদুল লতিফ স্বপন, কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসনে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে সাদিয়া সাবা, কুমিল্লা-৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনে জাকের পার্টি থেকে সাইফুল ইসলাম, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জাকের পার্টির সহিদুল ইসলাম, কুমিল্লা-৮ (বরুড়া) ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) এই দুই আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী সৈয়দ রেজাউল হক চাঁদপুরী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদিকে কুমিল্লা-০৮ বরুড়া আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগেরএমপি নাসিমুল আলম চৌধুরী নজরুল তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। কুমিল্লা -১১ (চৌদ্দগ্রাম) আসনে জাকের পার্টির প্রার্থী মো. শাহ্ আলম মোল্লা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।