আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ: হাজী ছফিউল্লাহ সভাপতি- আবু নাছের সাধারণ সম্পাদক

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
আহবায়ক কমিটি ঘোষণার দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হলো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সভাপতি হয়েছেন হাজী মো. ছফিউল্লাহ মিয়া আর সাধারণ সম্পাদক আবু নাছের আহমেদ। তবে সাধারণ সম্পাদক পদের লড়াইয়ে হেরে গেলেন প্রভাবশালী নেতা বলে পরিচিত, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হানিফ মুন্সি। তাঁকে সহ-সভাপতির পদে রাখা হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামীলীগ সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটির মোট সাতটি পদের নাম ঘোষণা করেন। তন্মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সাতটি পদে মনোনীতদের নাম ঘোষণার পর আনন্দ উল্লাসে ফেটে পড়েন দলের কর্মী-সমর্থকরা। কমিটিতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. আনিসুর রহমানকে সহ-সভাপতি করা হয়।
তোফায়েল আলী রুবেল সিকদার যুগ্ম-সাধারণ সম্পাদক, আতাউর রহমান কবির সাংগঠনিক সম্পাদক এবং জাকির হোসেন বাদল সদস্য পদ পেয়েছেন।
দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি, ত্রাণ  ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুর সবুর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার।