ইউনিয়ন পরিষদ অন্যত্র স্থানান্তর না করার দাবি

প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন পরিষদের ভবন পুনঃনির্মাণ করতে ও অন্যত্র স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (৩০এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ৯৬ বছর ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে আমানগন্ডা (রাঙ্গামাটিয়া) গ্রামে। সম্প্রতি সরকারি আদেশে ইউনিয়ন পরিষদ কার্যালয়টি পাশ্ববর্তী ধনুসাড়া গ্রামে স্থানান্তরিত হয়ে ভবন নির্মাণের জন্য বরাদ্ধ হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ইউনিয়ন পরিষদের ভবনটি বর্তমান জায়গায় পুনঃনির্মাণ করার দাবিতে মানববন্ধন করেছে আমানগন্ডা এলাকার রাঙ্গামাটিয়া, নোয়াপাড়া, শালুকিয়া ও সাবেকপাড়াসহ পাশ্ববর্তী কয়েকটি গ্রামের লোকজন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন ঘোলপাশা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম বাবু, ফেনী সিটি কলেজের প্রভাষক ইয়াছিন পাটোয়ারী, সাংবাদিক মাঈন উদ্দিন মাসুদ, আরশ মিয়া ড্রাইভার, মোঃ সবুজ মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ফারুক আবদুল্লাহ, যুবনেতা মোঃ জহির, জয়নাল আবেদীনসহ এলাকার সর্বস্তরের জনগণ।
এসময় বক্তারা বলেন, বিগত ১৫ বছরে আ’লীগের স্থানীয় নেতারা প্রভাব খাটিয়ে নামে-বেনামে লক্ষ লক্ষ টাকা সরকারি বরাদ্ধ এনে লুটপাট ও আত্মসাৎ করে। ইউনিয়নবাসীর উন্নয়নে তারা কোন প্রদক্ষেপ নেয় নাই। এমনকি দীর্ঘ ৯৬বছর ধরে এ স্থানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হলেও একটি মহলের তৎপরতায় কার্যালয়টি অন্যত্র স্থানান্তর করার জন্য সিদ্ধান্ত নেয়। এতে করে এলাকার হাজার হাজার লোক চরম ভোগান্তিতে পড়বে। তাই এ সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।