ঘর উপহারে খুশি বন্যায় ক্ষতিগ্রস্থরা

উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রধান উপদেষ্টার বিশেষ আবাসন প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ ও গৃহ হারানোদের নতুন ঘর উপহার অনুষ্ঠানের উদ্ভোদন করে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। বুধবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্রগ্রাম, ফেণী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় ৩০০টি ঘর হস্তান্তর করা হয়।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে আবাসন প্রকল্পের উপহার পাওয়া মোঃ আলম মিয়ার নতুন ঘরের প্রাঙ্গণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও যুক্ত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতিক ও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
কুমিল্লা জেলার ৬টি উপজেলায় ৭০টি ঘর উদ্ভোধন ও হস্তান্তর করা হয়। ৬টি উপজেলার মধ্যে বুড়িচংয়ে ২৯টি, ব্রাহ্মণপাড়ায় ১০টি, সদর দক্ষিণে ০৬টি, চৌদ্দগ্রামে ১০টি, মনোহরগঞ্জে ১০টি ও নাঙ্গলকোটে ০৫ টি ঘর পাকা ঘর উপহার দেয়া হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর ২৪ ও ৩৩ পদাতিক ডিভিশন এসব গৃহনির্মাণ বাস্তবায়ন করেন।
উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লায় ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার, ৪৪ পদাতিক বিগ্রেডের কমান্ডার জেনারেল মো: এনামুল হক পিএসসি, ২৩ বীরের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহমুদুল হাসান পিএসসি, ৫ সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোঃ খবির হোসেন তালুকদার, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লীমা, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন, ৪৪ পদাতিক ব্রিগ্রেডের মেজর আদম আল ফারুক, চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ বোরহান উদ্দিন।
প্রধান উপদেষ্টার উপহার পেয়ে খুশিতে অশ্রুসিক্ত চৌদ্দগ্রামের উপকারভোগীর। তারা বলেন, বন্যায় হঠাৎ ঘর হারিয়ে আমাদের ঠাঁই হয় খোলা আকাশের নীচে। আজ নতুন পাকা ঘর উপহার পেয়ে আমরা আনন্দিত।
চৌদ্দগ্রাম উপজেলায় প্রধান উপদেষ্টার আবাসন প্রকল্পের ঘর উপহার পেয়েছেন ঘোলপাশা ইউনিয়নের উজানমুড়ী গ্রামের মানছুরা বেগম, রাজেন্দ্রপুর গ্রামের জাফর আহম্মদ, কোমাল্লা গ্রামের মোঃ আলম, জগন্নাথদিঘীর নারায়নকরা গ্রামের কুলসুমা বেগম, বরদৈন গ্রামের রহিমা বেগ্ম, রাঙ্গামাটিয়া গ্রামের নাছিমা বেগম, গুনবতীর আকদিয়া গ্রামের শাহ আলম, কালিকাপুরের কিং ছুপুয়া গ্রামের আবুল হাশেম, পৌরসভার নাটাপাড়া গ্রামের খোরশেদ আলম, বাতিসার সোনাপুর গ্রামের আব্দুল জলিল।

inside post
আরো পড়ুন