ইয়াবার মামলায় স্কুল শিক্ষকসহ দুইজনের যাবজ্জীবন

প্রতিনিধি।।
কুমিল্লায় ১৫হাজার ইয়াবাসহ আটকের মামলায় মামলায় স্কুল শিক্ষকসহ দুজনের যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। রবিবার (২০ আগস্ট) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. জাকির হোসেন এসব তথ্য জানান।
দ-প্রাপ্তরা হলেন, কক্সবাজার সদর থানার দক্ষিণ সাহিত্যিকা পল্লী গ্রামের হাজী মো. সিদ্দিক আহাম্মদের ছেলে টেকনাফ উপজেলার বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জয়নাল আবেদীন মোল্লা ওরফে জয়নাল মাস্টার (৪২) ও একই জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর লেইমসাখালী করল্লা পাড়ার হাজী মোজাম্মেল হকের ছেলে মো. মোবারক হোসেন (২৫)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৭ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বাদী হয়ে এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি মো. জয়নাল আবেদীন মোল্লা, মো. মোবারক হোসেন ও মো. কামাল হোসেন(৩৮), পলাতক মো. আহাম্মদ কবির ওরফে দিদার (৪০) ও মো. শাকিলের (৩০) বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই পরিমল চন্দ্র দাস আসামি মো. জয়নাল আবেদীন মোল্লা, মো. মোবারক হোসেন এবং ফেনী দাগনভূঞা উপজেলার উত্তর খুশিপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালীন আসামি কামাল হোসেন মারা যান।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. জাকির হোসেন জানান, রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আমরা মামলার রায়ে সন্তুষ্ট।