একুশ আগস্ট এক মৃত্যুপুরী —মাসুদা তোফা
একুশে আগস্ট পাঁচটা বিশ দুই হাজার চারের বিকেলের দুঃখ কথা।
শোকাবহ এ আগস্ট আমাদের জীবন বিনাশী হৃদয়ের শোকগাথা
এ মাস বাঙালি জাতির এতিম হবার মাস, নিষ্ঠুরতার বলি মাস।
এ মাসেই বারবার আমাদের জীবনে নেমে এসেছে চরম ট্র্যাজেডি
মানুষ বিস্ময়ে হতবাক! এ বর্বরতা নিষ্ঠুরতার কোনো নাম হয়?
একুশ আগস্টের সে ভয়াবহ হামলার নাম দেয়া যায় মৃত্যুপুরী
সেদিন তুলোর মতো উড়ে গেল মানুষের দেহ গ্রেনেডের হামলায়
হাজার হাজার নেতাকর্মী হন্তদন্ত জনতা মুহুর্তে বিভ্রান্ত বিমর্ষ ।
গ্রেনেড হামলায় ছিন্ন ভিন্ন হয়ে গেল সেদিনের জীবন্ত দেহগুলো
কী বিভৎস রক্তের সে হোলিখেলা সেদিন স্ব বিস্ময়ে দেখেছে বিশ্ববাসী।
কতো প্রাণ নিভে গেল অকস্মাৎ, অকারণে, দুর্বিষহ যন্ত্রণায় জ্বলে
আজও সে কান্না, বাঁচার আহাজারি, করুণ আর্তনাদ কানে বেজে ওঠে
কি ছিলো তবে সেদিন, কিসের সমাবেশ, বোমা হামলার, প্রতিবাদের?
সমাবেশ স্থলে প্রচন্ড আওয়াজ, ধোঁয়ায় ছেয়ে গেল ঢাকার আকাশ।
লক্ষ্য বঙ্গবন্ধু কন্যা , বিধাতার অশেষ কৃপায় সেদিন বেঁচে গেলেন।
দুর্ভেদ্য মানব প্রাচীর গড়ে নেতাকর্মীরা শেখ হাসিনার চারপাশেতে
নিষ্ঠুর হামলার আঘাতে অগণিত নেতাকর্মীর জীবন ঝরে যায়
চারিদিকে এতো রক্ত , এতো বিভৎস দৃশ্য মানুষ কোনোদিন ভুলবে না ।
বিবেকহীন মানুষে ভরে গেছে পৃথিবী, জেগে ওঠ তবে বিবেকী মানুষ ।
মানবিক মানুষের বিশ্ব গড়তে হউক আমাদের সব আয়োজন ।