আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় চারজন নিহত

inside post
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ছয়জন হতাহত হয়েছেন। সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সোহাগপুর বাসস্ট্যাণ্ড এলাকায় ঘটে এই ঘটনা। নিহত চারজনে মধ্যে দুইজনের নাম-পরিচয় জানা গেছে। হতাহতরা সকলেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।
খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুর ১২ টার দিকে মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যাণ্ডে দাঁড়িয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী তুলছিলো। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী দুইজন পুরুষ ও এক শিশু নিহত হন। আহত হন আরো দুইজন। পরে হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে দুইজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন জেলার সরাইল উপজেলা বড়ইবাড়ি এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭) ও একই এলাকার নাজমুল মিয়ার ছেলে জিলানী (০৮)। অপর নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া দুর্ঘটনায় আহত দুইজন আড়াইশ’ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে কাভার্ডভ্যানটিকর আটক করা গেলেও এর চালক পালিয়ে যায় ।
আরো পড়ুন