ঈদ শপিং করতে আসলে টার্গেট করে ছিনতাই

আবদুল্লাহ আল মারুফ।। 

কুমিল্লায় ঈদ শপিং করতে আসা ক্রেতাদের ছিনতাই করার অভিযোগে একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ এপ্রিল)  সকাল ১১টায় কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ গামী রাস্তার মাথায় তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার যুবক নারায়নগঞ্জের চনপাড়া এলাকার মো: আক্তার হোসেনের ছেলে মো: রানা(২৫)।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ঈদ শপিং করতে আসলে তাদের টার্গেট করতো একটি চক্র। তাদের একজন সদস্য হলো এই যুবক। পথচারীদের কাছ থেকে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনতাই করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনায় আটক ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

এসময় তিনি আরও বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কুমিল্লা মহানগরীর বিভিন্ন শপিং মলে কেনাকাটা করতে আসা ক্রেতাদের নিরাপত্তায় শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোন পরিস্থিতিতে পুলিশ নিরাপত্তা দিতে প্রস্তুত আছে।