উন্নতমানের বীজ পেয়ে খুশি কৃষক

অফিস রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে কৃষকদের মধ্যে উন্নতমানের বীজসহ কৃষি উপকরণ বিতরণ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক ফেরদৌস খন্দকার। সবজির উন্নতমানের বীজ পেয়ে হাসি ফুটেছে দেড় শতাধিক কৃষকের মুখে।
রবিবার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ গ্রামে কৃষকদের মধ্যে বিভিন্ন সবজির বীজ বিতরণ করেন শেখ রাসেল ফাউন্ডেশন, ইউএসএ শাখার সভাপতি ডা. ফেরদৌস খন্দকার। এছাড়া এদিন ওই ইউনিয়নে পল্লী চিকিৎসকদের নিয়ে মতবিনিময়, সাঁতার প্রতিযোগিতা, বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে মতবিনিময় সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি।
বীজ বিতরণ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক মফিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস খন্দকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছেন সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। সোনার বাংলা গড়তে হলে দেশের কৃষি খ্যাতে বিপ্লব আনতে হবে। কৃষিতে সাফল্য পেতে হলে দরকার উন্নতমানের বীজ। এজন্য কৃষকদের মাঝে কিছু বীজ বিতরণের চেষ্টা করেছি।
নারী সংগঠক শামীমা আক্তার রিমার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন, এলাহাবাদ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, স্থানীয় ইউপি মেম্বার মিজানুর রহমান, ব্যাংক কর্মকর্তা আবুল বাশার ও হাজী মোহর আলীসহ অনেকে।