উপজেলা চেয়ারম্যানের ব্রিকফিল্ডের মাটিবাহী ট্রাক চাপায় যুবক নিহত 

প্রতিনিধি।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জেলখানাবাড়ি সংলগ্ন এলাকায় ইটভাটার মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরবাইক আরোহী এক যুবক নিহত হয়েছেন। ট্রাকটি সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ারের ব্রিকফিল্ডে মাটি বহন করছিল বলে অভিযোগ উঠেছে।
 নিহত যুবক মোঃ মানিক হোসেন  (২৮)। তার বাড়ি পাশের বরুড়া উপজেলার আরিফপুর এলাকায়। এ ঘটনায় একই এলাকায় মোঃ ইমন (২৮) নামের আরো এক যুবক আহত হয়েছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর ভূইয়া। তিনি জানান, ড্রাম ট্রাকটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
স্থানীয় শাওনসহ কয়েকজন জানান, সদর দক্ষিণ উপজেলার  জেলাখানা বাড়ি এলাকা থেকে সরকারি খালের পাড় থেকে মাটি কেটে উপজেলা চেয়ারম্যান গোলাম সারোওয়ারের ইটভাটায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার বিকেল ৫ টার দিকে উল্টোপথে আসা মাটিবাহী ড্রাম ট্রাকের সাথে মোটরবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই যুবক নিহত হন।
বরুড়ার খোশবাস উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার বলেন, আমার এলাকার ছেলেটিকে মাটিবাহী ট্রাক উল্টো পথে এসে হত্যা করেছে। আমরা এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অভিযোগের বিষয়ে সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার বলেন, আমি কুমিল্লার বাইরে আছি । বিষয়টি বিস্তারিত জানি না। আমার যেহেতু ব্রিকফিল্ড আছ,ট্রাকটি আমারও হতে পারে। রং সাইডে চালালে চালকের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।