করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলা নিয়ে কুমিল্লায় সভা
আমোদ প্রতিনিধি।।
করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলার লক্ষ্যে কুমিল্লায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের সভাপতিত্বে সভায় আলোচনা করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ, সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, বিএমএ কুমিল্লার সভাপতি আবদুল বাকী আনিস ও স্বাচিপ কুমিল্লার সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলামসহ অন্যান্যরা।
সভায় জানানো হয়, করোনা প্রতিরোধে প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মাস্ক না পরলে সেবা দেয়া হবে না। এছাড়া বিভিন্ন শপিংমল ও দোকানপাট গুলোতে মাস্ক ছাড়া ক্রয়-বিক্রয় কার্যক্রমও বন্ধ করার নির্দেশনা দেয়া হয়। বাসস্ট্যান্ড এবং রেল স্টেশনে মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে। এছাড়াও করোনা প্রতিরোধে সেবার বিষয়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।