শফিকুল ইসলাম ঝিনুকের একক সংগীতসন্ধ্যা

inside post
 প্রতিবেদক।।
কবিকন্ঠের আয়োজনে গীতিকবি শফিকুল ইসলাম ঝিনুকের বর্ণাঢ্য সংগীতসন্ধ্যা শনিবার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। তিনি বলেন, সংস্কৃতি অঙ্গনে গান উত্তম মাধ্যম। আমাদের দেশে অনেক রকম গান প্রচলিত আছে। পল্লীগান, ভাওয়াইয়া, লালন, রবীন্দ্র, নজরুল, দেশাত্মবোধক – আমরা বলি, বাংলার গান। সংস্কৃতি অঙ্গনকে চাঙ্গা রাখতে সংগীতচর্চার বিকল্প নেই। বাংলাদেশ শিল্পকলা একাডেমি লিজেন্ডদের সুনাম অক্ষুণ্ণ রাখতে কাজ করছে। শিক্ষা-সংস্কৃতির পাদপীঠ কুমিল্লায় একটি আধুনিক শিল্পকলা একাডেমি প্রয়োজন। যেটি আছে তা ব্যবহারযোগ্য নয়। আগামী ১-২ বছরের মধ্যে এ ব্যাপারে কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গীতিকবি শফিকুল ইসলাম ঝিনুক সম্পর্কে তিনি বলেন, তাঁর গানে কমনীয়তা আছে। মানবিকতা আছে। তিনি ঝিনুক থেকে মুক্তা ছড়াবেন- এ বিশ্বাস করি।
 অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন কবি আাসাদ কাজল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপপরিচালক শাহেদ মমতাজ,বাংলা একাডেমির উপপরিচালক ড. মোজাম্মেল হক,নাট্যব্যক্তিত্ব এবিএম সোহেল রশিদ, দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, সংস্কৃতিজন জাকিরুল হক,সোনালী ব্যাংকের উপব্যবস্থাপক মনিরুল হক ও কুমিল্লা সাংস্কৃতিক জোটের উপদেষ্টা এডভোকেট শহীদুল হক স্বপন।
আবৃত্তিশিল্পী রুবেল কুদ্দুস, সুলতানা পারভীন ও শিপন হোসেন মানবের সঞ্চালনায় গীতিকবি শফিকুল ইসলাম ঝিনুকের গান পরিবেশন করেন সংগীতশিল্পী অনুপম হালদার,শিউলি রায়, বাউলশিল্পী রাসেল দেওয়ান,কামাল খান সংগীত পরিবেশনকালে নৃত্য পরিবেশন করেন অহনা ও আরধ্য। এছাড়াও সংগীত পরিবেশন করেন শিল্পী নূপুর কাউসারী,খিজির হায়াত খান, ইমরান মাসুদ, মাহফুজ ইসলাম, স্মৃতি ও ভূষন সূত্রধর।
অনুভূতি প্রকাশ করেন সংগীত শিল্পী জাকারিয়া কাজী ও শেখ মুহাম্মদ শরফরাজ হোসেন।
প্রধান অতিথি কবি রেজাউদ্দিন স্টালিনকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন গীতিকবি শফিকুল ইসলাম ঝিনুক। ফুলেল শুভেচ্ছা জানান অভিপ্রায় সংগঠনের নেতৃবৃন্দ ও সমতট কাগজের সম্পাদক জামাল উদ্দিন দামাল।
গীতিকবি শফিকুল ইসলাম ঝিনুকের গানগুলোর মধ্যে রয়েছে – কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য, মানবতা, মায়ের গান,পল্লীগান,জীবনপর গান, জন্মদিনের গান,প্রেম ও বিরহের গান।
আরো পড়ুন