কলকাতা থেকে ফিরে গ্রেফতার ছাত্রলীগ সভাপতি রাফি

প্রতিনিধি।
কলকাতা থেকে ফিরে গ্রেফতার হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফি। শুক্রবার ( ১ আগস্ট) ফেনীর মহিপাল থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।
গ্রেফতার হওয়া মিনহাদুল হাসান রাফি কলকাতা থেকে গোপনে কুমিল্লা এসেছিলেন। এ খবর পেয়ে কুমিল্লা ডিবি পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার চারটি মামলা রয়েছে। কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা মোঃ আবদুল্লাহ জানান, আগস্ট মাসে নাশকতার পরিকল্পনা ছিলো গ্রেফতার রাফির। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

inside post
আরো পড়ুন