মানবিক চিকিৎসক ডা. মুজিবকে আজীবন সম্মাননা

প্রতিনিধি।।
মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডাঃ মুজিবুর রহমানকে লাইফ টাইম এচিভম্যানট এ্যওয়ার্ড দেয়া হয়। শুক্রবার ঢাকার হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত এপেক্স বাংলাদেশের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে এপে.ডাঃ মুজিবুর রহমানকে সম্মাননা স্মারক তুলে দেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. এম মনিরুল ইসলাম ভুইয়া। এপে.ডাঃ মুজিবুর রহমান এপেক্স ক্লাব অব কুমিল্লার সভাপতি, জেলা-৩ এর গর্ভনর,জাতীয় যুব নাগরিকত্ব পরিচালকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় সংগঠনটির সাথে সুনামের সাথে যুক্ত থাকায় ২০১৮ সালের জাতীয় বোর্ড লাইফ গভর্নর মনোনীত করেন। ২০২৪ সালে তিনি এপেক্স বাংলাদেশের এপেক্স এডুকেশন ফান্ড কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ৩১ বছর এপেক্সের সাথে পথচলায় কাজের স্বীকৃতির অবদানে আজীবন সম্মাননা পেয়ে তিনি আল্লাহর সন্তোষ প্রকাশ করেন। তিনি এপেক্স ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানব সেবায় কাজ করে যাচ্ছেন।
