কাউন্সিলর কাপ ফাইনালে বাগিচা গাঁওয়ের জয়

উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে জয় তুলে নিয়েছে বাগিচা গাঁও নাইন ইলেভেন। শনিবার কাউন্সিলর কাপ টি২০ টূর্ণামেন্টের এই আসরে তারা হারিয়েছে মোন্সেফবাড়ী পোর্টিং ক্লাবকে। সকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নাটকীয়তাপূর্ণ ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মোন্সেফ বাড়ী। জাতীয় দলের সাবেক ক্রিকেটার মার্শাল আইয়ুব কে নিয়ে গড়া মোন্সেফ বাড়ী শূরুটা ভাল করতে পারেনি। বাগিচা গাঁওয়ের নাহিদের দুর্দান্ত বোরিংয়ে ১৩ রানেই দুই ওপেনারকে হারায় তারা।

inside post

রুবেল মিয়া ও মার্শাল আইয়ুবের ব্যাটের উপর ভরসা করে চলতে চেষ্টা করে মোন্সেফ বাড়ী। কিন্ত দলীয় অর্ধশত পেীছার আগেই মার্শাল আইয়ুব ফিরে গেলে তার পথ ধরে বাকিরা। ২০ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে মোন্সেফবাড়ী সংগ্রহ করে ১১৯ রান। বাগিচা গাঁও এর আসিফ ৩ টি ও নাহিদ ২ টি ও অনুর্ধ-১৯ দলের ক্রিকেটার নয়ন ২ টি উইকেট তুলে নেন। ১২০ রানের জবাবে নেমে শুরুতেই হুঁচট খায় বাগিচা গাঁও। দলীয় অর্ধশত পূরণের আগেই ৫ টি ইউকেট হারায় তারা। অধিনায়ক সাইদ সরকার ও নয়নের জুটি আশা জাগায় বাগিচা গাঁও শিবিরে। দলীয় ৮৬ রানে নয়ন ও ৯১ রানে সাইদ সরকার প্যাভিলয়নে ফিরে গেলে ম্যাচের মোড় নেয় মোন্সেফবাড়ীর দিকে। শেষ মুহুর্তে আবু বকর ও আসিফের ব্যাটে উত্তেজনা বাড়িয়ে শেষ ওভারে ২ উইকেটে জয় তুলে নেয় বাগিচা গাঁও। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স আপের মাঝে পুরস্কার তুলে দেন সদর আসনের সাংসদ আ ক ম বাহা উদ্দিন বাহার। ম্যাচ সেরা পুরস্কার পান সাইদ সরকার।

আরো পড়ুন