কায়কোবাদের বাড়িতে হামলার অভিযোগ

প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরের সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বাড়িতে মাতাল সেজে হামলার অভিযোগ উঠেছে সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ নেতা নাজমুল হাসানের বিরুদ্ধে। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পরিবার শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ নেতা নাজমুল হাসান ৯ মে মধ্য রাতে সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বাড়িতে মোটরসাইকেলযোগে যান। বাড়ির দরজায় আঘাত করে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। বাড়িতে থাকা সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাগিনা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবুর ওপর হামলা করেন।।
উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশে খবর দিলে মুরাদনগর থানার ওসি তাকে আটক করে থানায় নিয়ে যান। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় চুরি, ছিনতাই, ডাকাতি,ধর্ষণসহ ১১ টি মামলা রয়েছে।
স্থানীয় বাসিন্দা নায়েব আলী বলেন- কায়কোবাদ সাহেব সাবেক ৫ বারের এমপি ও জাতীয় নেতা। ওনার বাড়িতে মধ্য রাতে আওয়ামী লীগ নেতা হামলা করে। এতেই স্পষ্ট মুরাদনগরের আইনশৃংখলার কত অবনতি হয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন- নাজমুল হাসানের বিরুদ্ধে পূর্বের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে সে মামলায় চালান করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে
