কিশোর গ্যাংয়ের হামলায় যুবকের মৃত্যু; লাশ নিয়ে থানায় স্বজনেরা
প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে চাঁদার দাবিতে স্বপন ভূঁইয়া (৩২) নামের এক যুবকে মারধরের দুই সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। হত্যাকা-ের বিচারের দাবিতে স্বজনরা লাশ নিয়ে থানায় হাজির হয়েছেন। স্বজনদের অভিযোগ, চাঁদার জন্য স্থানীয় ‘কিশোর গ্যাং’ তাকে পিটিয়ে আহত করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় তিতাস থানায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন ভূঁইয়া উপজেলার ওমরপুর গ্রামের সোবহান ভূঁইয়ার বড় ছেলে।
স্বপনের স্ত্রী মরিয়ম বেগম বলেন, আট মাস আগে স্বপন কুয়েত থেকে দেশে ফেরার পর স্থানীয় ‘কিশোর গ্যাং’ তাঁর স্বামীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। স্বপন দাবি করা চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা গত ৩১ অক্টোবর রাতে বাড়ি থেকে তাকে তুলে নিয়ে মারধর করে। স্বজনরা তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে স্বপন মারা যান।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, নিহত স্বপন ভূঁইয়ার স্বজনরা তার মৃতদেহ নিয়ে রাত সাড়ে ৯টায় থানায় এসেছেন। স্থানীয় একটি ‘কিশোর গ্যাং’এর মারধরে শিকার হয়ে মারা যাওয়ার অভিযোগ করেছেন। এ ঘটনায় নিহতের বোন আয়েশা আক্তার বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের গ্রেফতারে পুলিশি অভিযান পরিচালনা করা হবে।