কুবির মেডিক্যাল সেন্টারে যুক্ত হলো আধুনিক চিকিৎসা সামগ্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) মেডিকেল সেন্টারে যুক্ত হলো অত্যাধুনিক মেডিকেল সামগ্রী। সোমবার একটি বেসরকারি ফার্মাসিটিক্যাল কোম্পানির পক্ষ থেকে এসব চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়। কোম্পানির পক্ষ থেকে এসব সরঞ্জাম গ্রহণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন।
সামগ্রীর মধ্যে রয়েছে, দুইটি বেড, একটি এক্স-রে ভিউ বক্স, একটি ইসিজি মেশিন, একটি অপারেশন সামগ্রী জীবাণু মুক্ত করার অটোক্লেব মেশিন।
উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘যোগাযোগ করার সাথে সাথে তারা সাড়া দিয়েছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের জন্য সামগ্রী সরবরাহ করেছেন। আজকের এই মেডিকেল সামগ্রী সরবরাহের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে বেক্সিমকোর যে সম্পর্কের সৃষ্টি হলো, আশা করি আমাদের এই সম্পর্ক বজায় থাকবে।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সামগ্রী প্রদান করতে পেরে আমরা খুব খুশি, এতে শিক্ষার্থীরা উপকৃত হবেন।

-প্রেস বিজ্ঞপ্তি।