কুবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে এগিয়ে নূরুল করিম-লতিফ পরিষদ

অফিস রিপোর্টার।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী নূরুল করিম-লতিফ পরিষদের জয়ের সম্ভাবনা রয়েছে। নির্বাচন উপলক্ষে ১৫টি গুরুত্বপূর্ণ ইশতেহার ঘোষণা করে এ পরিষদ। অফিসারদের বেতন-ভাতা বৃদ্ধি, আবাসন সুবিধা, শূন্য পদ পূরণসহ নানা অধিকার আদায়ের ঘোষণা রয়েছে ইশতেহারে। এ পরিষদে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরী, সহ-সভাপতি পদে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তাহনিয়া হক ও সেকশন অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক পদে নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. আবদুল লতিফ, যুগ্ম সাধারণ পদে সম্পাদক সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মিজানুর রহমান ও হিসাব কর্মকর্তা ছালেহ আহমেদ মামুন, কোষাধ্যক্ষ পদে সেকশন অফিসার এরশাদুল আলম, সাংগঠনিক সম্পাদক পদে সেকশন অফিসার মোহাম্মদ ময়নাল হোসেন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হিসাব কর্মকর্তা জাকির হোসেন চৌধুরী, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ পদে সেকশন অফিসার মোহাম্মদ শাহ আলম, কার্যনির্বাহী সদস্য পদে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন ও জিনাত আমান, ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব মজুমদার, সহকারী পরিচালক (পওউ) ড. মো. শাহাবুদ্দিন ও সিনিয়র মেডিকেল অফিসার ড. এ. কে. এম হেলাল মোর্শেদ। নির্বাচনে জয়ী হতে সকলের দোয়া কামনা করেছেন নূরুল করিম -লতিফ পরিষদ।