কুবি রোভার স্কাউট গ্রুপের দীক্ষা অনুষ্ঠান
স্কাউটিং করব, স্মার্ট বাংলাদেশ গড়বো এই স্লোগানে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) রোভার স্কাউট গ্রুপের বার্ষিক সহচর দীক্ষা অনুষ্ঠান শুক্রবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সহচর রোভার স্কাউটদের দীক্ষা অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের প্রকাশনা কমিটির সদস্য ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
এসময় অধ্যক্ষ মহিউদ্দিন লিটন রোভার স্কাউটদের উদ্দেশ্যে বলেন— আজকে তোমরা এই দীক্ষা অনুষ্ঠান তথা স্কাউট প্রতিজ্ঞা পাঠের মাধ্যমে বিশ্ব স্কাউট সংস্থার সদস্য হওয়ার সুযোগ পেলে। পড়ালেখার পাশাপাশি রোভার স্কাউটিং এর বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মকাণ্ডে অংশগ্রহন করে এই সুযোগ কাজে লাগিয়ে আগামী স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক হওয়ার প্রস্তুতি নিতে হবে। রোভার স্কাউটের মূলমন্ত্র হল— সেবা। সেবা করার জন্য আগে নিজেকে তৈরি করতে হবে ও চিনতে হবে। এসময় উপস্থিত ছিলেন— কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট আবদুর রহমান, বর্তমান সিনিয়র রোভার মেট মাহমুদুল ইসলাম, গালর্স ইন সিনিয়র রোভার মেট জাকিয়া সুলতানা, রোভার মেট ইমাম হোসেন, নুরুল হক, সহকারী রোভার মেট নাসরিন আক্তার, চাঁদনী আক্তার প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি।