কুমিল্লায় জাতীয় শোক দিবস পালিত

 প্রতিনিধি।।
কুমিল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ হাজারো মানুষ।


কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি ও দলের অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, সাধারণ সম্পাদক সিটি মেয়র আরফানুল হক রিফাতসহ নেতাকর্মীরা। মহানগর আওয়ামী লীগের সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার নেতৃত্বে মডার্ন কমিউনিটি সেন্টারে পৃথক শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।


বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ শেষে প্রশাসনিক ভবনের আলোচনায় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা বিশ^বিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন। অপরদিকে দেবিদ্বারে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রতিটি ইউনিয়নে দোয়া ও মোট ২০ গরু ৪০ খাসি দিয়ে ভোজের আয়োজন করেন।