কুমিল্লায় বিনামূল্যে লিভার রোগের চিকিৎসা প্রদান

 প্রতিনিধি।।
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে কুমিল্লায় র‌্যালি, বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং ও লিভারজনিত রোগের চিকিৎসা প্রদান করা হয়। কুমিল্লা লিভার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা:মো:ইজাজুল হকের তত্ত্বাবধানে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। কুমিল্লা লিভার ক্লাব ও রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাই এই কর্মসূচির আয়োজন করে।

inside post


র‌্যালিতে নেতৃত্ব দেন রোটারী ইন্টারন্যাশনালের পিডিজি দিলনাশি মোহসেন,সিটি প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনি,কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা: মো: আজিজুর রহমান সিদ্দিকী, কুমিল্লা লিভার ক্লাবের সহ-সভাপতি লুৎফুল বারী চৌধুরী, সাধারণ সম্পাদক ডা: মো:ফরহাদ আবেদীন। এদিকে লিভার রোগ বিশেষজ্ঞ ডা:মো:ফরহাদ আবেদীন,ডা:সুশান মোত্তালিব ও ডা:নাজমুল ইসলাম রোগীদেরকে চিকিৎসাপত্র দেন। ৭০ জনকে হেপাটাইটিস বি স্ক্রিনিং করেন। কর্মসূচিতে স্বেচ্ছাসেবী ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাইয়ের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ও সেক্রেটারি আমানত উল্লাহসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। কুমিল্লা লিভার ক্লাবের নার্সিং ইন্সটিটিউট শাখার স্বেচ্ছাসেবীরা এই কর্মসূচির প্যাথলজিকাল কাজ পরিচালনা করেন।

আরো পড়ুন