কুমিল্লায় মানবাধিকার কর্মীদের মুক্তি দাবি

 প্রতিনিধি।।
দেশব্যাপী আটক মানবাধিকার কর্মীদের মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি অধ্যাপক এএইচএম তারিকুল ইসলাম লিটন। তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের শিকার মানবাধিকার কমিশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড.সাইফুল ইসলাম দিলদারসহ দেশব্যাপী আটক মানবাধিকার কর্মীদের মুক্তি দিতে হবে। এ সময় তিনি গত সরকারের জুলুম,নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ জানান। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রতিটি হত্যাকা-ের ন্যায় বিচারের দাবি জানান। সাংবদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি আই আর আশিক আহমেদ শাহীন,সাধারণ সম্পাদক গোলজার হোসেন,যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক আক্তার জামিল।

inside post
আরো পড়ুন