কুমিল্লায় রোভার স্কাউটের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপ


বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপ ২০২৫ কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্কশপ পরিচালক ও রোভার অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার সংগঠন ও বিধি সিকদার রুহুল আমীনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ ও সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সেলিম চৌধুরী এলটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি উডব্যাজার মাসুক আলতাফ চৌধুরী।
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের যুগ্ন সম্পাদক আবুল খায়ের উডব্যাজার।
উদ্বোধনী শেষে কোর্স পরিচালকের পরিচালনায় জেলা ভিত্তিক সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা, দল গঠন, নবায়ন, রোভার স্কাউট ফি আদায়, সরকারি সার্কুলার বাস্তবায়ন, জেলা পর্যায়ে কমিশনার, সম্পাদক, সহকারি কমিশনার, জেলা রোভার লিডারের দায়িত্ব ও কর্তব্য অবহিতকরণসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। গ্রুপ ভিত্তিক ওয়ার্কশপ সুপারিশমালা তৈরি ও ঘোষনা করা হয়।
চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপের স্টাফ ড. জাকির হাওলাদারের পরিচালনায় সমাপনী পর্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার ও মাধ্যমিক উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর ফজলুল কাদের চৌধুরী, কুমিল্লা জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, চাদপুর জেলা রোভারের কমিশনার ও পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ লেফ: মো. শোয়ায়েব, লক্ষীপুর জেলা রোভারের কমিশনার ও লক্ষীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মন্জুরুর রহমান।
চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশগ্রহন করেন রাঙ্গামাটি জেলা রোভারের কমিশনার নুরুল আবছার, রুপসী বাংলা কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান, সুজাত আলী সরকারি কলেজের গালর্স ইন রোভার স্কাউট লিডার ফাতেমা বেগম উডব্যাজার, ইবনে তাইমিয়া কলেজের রোভার স্কাউট লিডার সুলতান মুহাম্মদ ইলিয়াস শাহ, কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের রোভার স্কাউট লিডার মো. শহিদুল ইসলাম উডব্যাজার, কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার পিআরএস দিদারুল হক রিমন, কুমিল্লা আইডিয়াল কলেজের রোভার স্কাউট লিডার গোলাম মোস্তফা, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের রোভার স্কাউট লিডার মো. দেলোয়ার হোসেন, ওমর সালেহ তাসরিফ উডব্যাজারসহ চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার রোভার স্কাউটের দায়িত্ব প্রাপ্ত লিডারগন। সহযোগিতায় ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ক্যাম্প অফিসার আহমেদ বাসেতুল হক ম্যাগনাস, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, গার্ল ইন সিনিয়র রোভার মেট জান্নাতুল ফেরদৌস, রোভার মো. সাকিব হাসান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রোভার মেট মো. বাবুল মিয়া।-প্রেস বিজ্ঞপ্তি।